ডানা থাকলেই কি মানুষ উড়তে পারত?
এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন। কারণ ডানা থাকার পরও উড়তে না পারা প্রাণী একদম বিরল নয়। আবার ডানাহীন প্রাণীরও ওড়ার নজির আছে। উটপাখি বা এমুর কিন্তু ডানা আছে। কেবল ওজন বেশি বলে এক জীবন ভূমিতেই কেটে যায় তাদের। আবার হালকা বলেই হাঁস-মুরগি যে খুব একটা ভেসে বেড়াতে পারে, তা-ও নয়। এবার উল্টোটা…